Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের কবিতা

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম


বৈরী আর্দ্রতায়
শাহরিয়ার সোহেল

বৈরী আবহাওয়া আর ক্লেদাক্ত আর্দ্রতা
খুব সুন্দর
রহস্যময়
অন্ধকারাচ্ছন্ন আকাশ
কী যে সুন্দর
কী চমৎকার
গাড়িগুলো লাইট জ্বালিয়ে চলছে
গভীর অন্ধকার সারা পৃথিবীজুড়ে
মহাসেন এসেছে
প্রকৃতি ঘুমন্ত
সূর্য অদৃশ্য
বিরতীবিহীন বর্ষার নৃত্য
বাতাস সজোরে ধাবমান
ওহ্্, বিধাতা
আমরা অপেক্ষা করছি অফিসে
কীভাবে ফিরবো অপেক্ষমান প্রেয়সীর অন্দরে

শাড়ির পাড়ভেজা শরৎ
আমির হোসেন মিলন

অভিমানী ভোরগুলো আলো ফেলেনি কতোদিন
আমার জানালায়
ঘরছাড়া অন্ধবৃষ্টির নৃত্যোৎসবে
পাখিরাও ভুলে যায় ভোরের রেওয়াজ

নক্ষত্র আকাশ আর মেঘের ডানা ভেঙে
নেমে আসে শরতের প্লাবন
মহানন্দে নেচে ওঠে পৃথিবীর চোখ

স্বপ্নময় সুর্যের আলো ঢেউ তোলে প্রকৃতির টলটলে যৌবনে
শিশিরের মালা পরে এখনো দাঁড়িয়ে
সকালের রোদে ভেজা ঘাসেরা

বড়ই চঞ্চল চড়ুই ঝাঁক ওড়ে শালিকের ডানায়
হলুদ শাড়ির পাড়ভেজা শরতের দুপুর হাসে তা দেখে

শুভ্রতার পরশবোলানো কাশফুলের কোমল ছোঁয়ায়
দুলে ওঠে মন
শরতের গন্ধ মেখে সাদা সাদা মেঘ উঁকি দেয় ভোরের হৃদয় থেকে

বিকেলের উঠোনজুড়ে হাঁসের লাল পায়ে
বেজে ওঠে নূপুরের আওয়াজ
প্রেমিকসূর্য চুমোয় চুমোয় রাঙিয়ে তোলে বিকেলের ঠোঁট

বিবস্ত্র চাঁদটার আশ্রমে পড়ে থাকা স্বপ্নরা
খুঁজে পায় শরতের শুভ্র ঘ্রাণ

বিলাসী মন
মো. মোজাহিদুল ইসলাম

কল্পনাবিলাসী মন বলেই
সুখের অস্তিত্ব খুঁজে পাই
নইলে নরকের উত্তাপে বাস করে
কি করে সন্ধান পাই তার।
বেহায়া বাতাসে লাজুক দোপাট্টা
উড়ে গেছে সেই কবে
তবু কল্পনায় আঁকড়ে ধরি
হিজাবের কোমল আলিঙ্গন।
‘জয় হোক মনুষ্যত্বের’
মিথ্যে জিকির তুলে লাভ কি!
চোখের কার্নিশে পড়েছে পর্দা
আমি তোমাতেই ব্যস্ত সারাক্ষণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ সপ্তাহের কবিতা

১ ফেব্রুয়ারি, ২০১৯
১১ নভেম্বর, ২০১৬
২১ অক্টোবর, ২০১৬
১৪ অক্টোবর, ২০১৬
৭ অক্টোবর, ২০১৬
৩০ সেপ্টেম্বর, ২০১৬
২৩ সেপ্টেম্বর, ২০১৬
৯ সেপ্টেম্বর, ২০১৬
১৯ আগস্ট, ২০১৬
১২ আগস্ট, ২০১৬
৫ আগস্ট, ২০১৬
১ জুলাই, ২০১৬
১৭ জুন, ২০১৬
৮ এপ্রিল, ২০১৬

আরও
আরও পড়ুন