Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অণুকাব্য

চকিত প্রাচুর্য | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

১. তুমি কি আমায় দেখে চিনতে পারবে অনেক বছর পরে-

সঙ্গীহীন আমি একটি চাদর গায়ে হেঁটে যাব লাঠি হাতে-
যখন আমার চুল সাদা হবে দেখা হবে কোনো পথে-
বিধবা জীবনে তুমি আনন্দ খুঁজবে নাতি- নাতনির সাথে!

২. সারাদিন ক্লান্ত দেহ কেটে যায় অশান্ত মনে
স্বান্তনা খুঁজি শান্ত আকাশে চন্দ্র তারার রাতে
গৃহহীন অসহায় পক্ষী ছানার মত কাঁদি
এতো কাঁদি যাঁর জন্য খেয়াল নাই তাঁর তাতে !

৩. তোমার দু’টি চোখে আমার আর রাখা হবে না চোখ কখনো
ফাগুনের হলদে বিকালে নেওয়া হবে না তোমার চুলের ঘ্রাণ
কয়েকদিন আগে একটি পালকি এসে তোমায় নিয়ে গেল
তোমার পায়ে রাঙ্গা আলতা, দু’ চোখে কাজল আমার মুমূর্ষু প্রাণ!

৪. ভোরের ভেতর থেকে আজ জেগেছে এক নতুন পৃথিবী
এখানে নীলাকান্ত পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে ফুলেরা সৌরভ ছড়ায়
বুকে নিয়ে অসমাপ্ত ভালোবাসা তোমার কাছে ছুটে যাই
তুমি আমার হাত ধরে হাঁটো আমি গন্ধরাজ দেই তোমার খোঁপায়!

৫. নীলশাড়ী, নীলটিপ, নীলচুড়ি সমুদ্রের নীলে তুমি একা
সমুদ্রের বাতাসে মেঘের মতো ঢেউ তোমার দিঘল কালো চুলে
জেগে উঠে হৃদয়ে ভীষণ আবেগ আমার তোমাকেই ছুঁই
আমি অধীর হয়ে তোমার কাছে যাই বিজ্ঞানের সব তত্ত্ব ভুলে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন