Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৩, ৩:২০ পিএম
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা আক্তার রানারআপ ও নার্গিস আক্তার তৃতীয় হয়েছেন। লাইমলাইট স্পোর্টসের আয়োজনে রাজধানীর হাতিরঝিলে শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ উইমেন্স ম্যারাথনের। উর্ধ্ব-৫০ বছর বয়সী বিভাগে (ভ্যাটেরান) জাপানের ইরি কইকে চ্যাম্পিয়ন ও একই দেশের মিহোমরি রানারআপ এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশের রতœা গোমেজ। ম্যারাথনটি রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের পাশ থেকে শুরু হয়ে মধুবাগ ব্রিজ হয়ে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব ঘুরে আবার অ্যাম্ফিথিয়েটারের কাছে এসে শেষ হয়। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লাইমলাইট স্পোর্টসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আরাফাত হাসান সাহিল। এসময় সংগঠনের ম্যানেজার অপারেশন আবদুর রহমান মুন্সি শেষ। নারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান। ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় চারশ’ জন নারী দৌড়বিদ অংশ নেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যারাথন

৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ