শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
আমার কবিতা
আমার কবিতা - সই, তোমার স্বপ্নের মতো
মু-হীন পা, হাঁইটা চইলা যাইতেছে শ্মশানে
আমার কবিতা - চক্ষে দ্যাখে ; জাগ্রত সে-ও
এক প্রতিবাদী মঞ্চ হইয়া ওঠে! যখনই পড়ে
যে, আমার কবিতা তার হইয়া কয় অনাহারে
খাইতে দাও, অনিদ্রার পাতা জুইড়া ঘুম দাও
শান্তির। যারতার সমস্যার - সমাধানে, গ্রহণে
পাড়ার, মালতী মাসীর মতো জাতধর্ম ছাড়ে
যৌবনে, সুমন›রে কোথাও না পাইলে - পাড়ায়
রাইত হইলে পাওয়া যাইতো মাসির আখড়ায়
মালতী মাসী - এমনই আশ্রয়! প্রথম যৌবনের
ক্ষত, কৌমার্য হারানোর সুখের মতো এ সময়
আমার কবিতা তো মালতী মাসীর ঘরে রাইতে
প্রতিরাইতে, দুঃস্বপ্ন দ্যাখে - কেঁপে কেঁপে ওঠে ;
তারপর ... জলে নেমে ভিজে চুপ চুইপা হইয়া -
মিছিলে শামিল হয়, স্লোগানে স্লোগানে ক্ষ্যাপা
কথা কয় মুক্তির। আমার কবিতা সব - যুক্তির
দোটানায় পড়ে ; ঝুলে থাকা বাদুড়ের শরীরের
মতো দেখা যায়! কবিতা তো দৃশ্যত জীবন-ই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।