Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৮ পিএম

২০২৩. কেউ বা বলে তোমার মু ধরায় কেহ নাই

রূপে গুনে দানে তুমি নযির বিহীন ভাই।

২০২৪. কেউবা বলে জগু তোমার মুঠোয় মহিয়ান
কেউবা বলে জীবন পরান সবই তোমার দান।

২০২৫. যখন দেখে তাহার তরে সবাই পাগলপারা
বক্ষ ফোলে অহংকারে, হয় সে দিশেহারা।

২০২৬. জানেনা সে এই রূপেতে পাপিষ্ট শয়তান
ধোকায় ফেলে করল হালাক কতনা ইন্্সান।

২০২৭. খোশামুদি, চাটুকারি মজার খাবার বটে
কিন্তু এতে অগ্নিভরা, এতে মরণ ঘটে।

২০২৮. লুক্কায়িত থাকে আগুন ওসব খানার মাঝ
বিব্রতকর ধূ¤্র বেরোয় সাঙ্গ হলে কাজ।

২০২৯. বলতে পার আমি কি খাই এসব মজার খানা
বলব : তুমি খাও কি, না খাও আছে আমার জানা।

২০৩০. করলে পরে নিন্দা তোমার সে সব চাটুকার
মনে তোমার সুদীর্ঘ কাল রয় বেদনা তার।

২০৩১. আশা তাহার হয়নি পূরণ বদনামি গায় তাই
জান এসব, তবু তোমার কষ্ট লাগে ভাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসনবী শরীফ

১৫ মে, ২০২০
১ মে, ২০২০
১০ জানুয়ারি, ২০২০
৩ জানুয়ারি, ২০২০
২৭ ডিসেম্বর, ২০১৯
১৩ ডিসেম্বর, ২০১৯
২৯ নভেম্বর, ২০১৯
২০ সেপ্টেম্বর, ২০১৯
৬ সেপ্টেম্বর, ২০১৯
১৬ আগস্ট, ২০১৯
৫ জুলাই, ২০১৯
৩১ মে, ২০১৯
২৪ মে, ২০১৯
১০ মে, ২০১৯

আরও
আরও পড়ুন