Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.

কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

১০৬৭. ছুটছে যে জন দুন্য়া পিছে কিস্মতে তার অমঙ্গল
সন্ধানী যে আখেরাতের পরিণামে সেই সফল।

১০৬৮. সকল কাজই মন্দ অসার দুন্য়া ভোগের, অর্জনের
সকল কাজই শুভ সাধু দুন্য়াদারি বর্জনের।

১০৬৯. দুন্য়া-কারার প্রাচীর-গায়ে ছিদ্র করা প্রশংসার
মন্দ ভারি ছিদ্র-ফোকর বন্ধ করা এই কারার।

১০৭০. এই দুনিয়া বন্দিশালা, বন্দি মোরা এই কারার
চেষ্টা করো মুক্ত হতে, ভাঙো দেয়াল জেলখানার।

১০৭১. দুন্য়া হলো ভুলে যাওয়া আল্লাকে, তাঁর প্রেম ও ভয়
দৌলত ও মান, বাচ্চা বিবি- কোনোটাই দুন্য়া নয়।

১০৭২. যে ধন লাগে দ্বীনের কাজে, নেই সে ধনের কোনই তুল
‘খুবই ভালো সেই ধন ও মাল’ বলে গেছেন খোদ রাসূল।

১০৭৩. ধ্বংস হবে, মরবে ডুবে, ঢুকলে পানি নৌকাতে
থাকলে পানি নিম্নে তরির, চলবে তরি ঠিকমতে।

১০৭৪. রাজত্ব ধন-মোহ থেকে মুক্ত ছিলেন সুলায়মান
তাই নিজেকে করে গেছেন ফকীর বলে আখ্যা দান।

১০৭৫. একটি কলস ভেতরে যার বাতাস ছাড়া কিছুই নাই
মুখ বেধে তায় ভাসাও জলে থাকবে ভেসে সর্বদাই।

১০৭৬. দরবেশী বাতাসে ভরা যাহার ক্বলব হৃদয় মন
ভব-নদীর উপর সেও ভাসবে সদা সর্বক্ষণ।

১০৭৭. খোদা-প্রেমের নিয়ামতে সর্বদাই তুষ্ট যেই
ভব-নদী ডুবাতে তায় পারবেনাকো কিচ্ছুতেই।

১০৭৮. বিশ্বজগত এসে গেলেও কবজাতে তার- তুচ্ছ ছাই
খোদা প্রেমের মোকাবেলায় তার কাছে এর মূল্য নাই।

১০৭৯. সিল্ মেরে দাও মনের ঘরে, বন্ধ কর দরজা তার
পূর্ণ করো হৃদয়-গেহ তত্ত¡জ্ঞানে খোদ ইলার।

১০৮০. চেষ্টা, ওষুধ, ব্যথা- এসব সত্য- এতে মিথ্যে নেই
করে না যে শ্রমকে স্বীকার, মগ্ন সেও শ্রম-মাঝেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসনবী শরীফ

১৫ মে, ২০২০
১ মে, ২০২০
১০ জানুয়ারি, ২০২০
৩ জানুয়ারি, ২০২০
২৭ ডিসেম্বর, ২০১৯
১৩ ডিসেম্বর, ২০১৯
২৯ নভেম্বর, ২০১৯
২০ সেপ্টেম্বর, ২০১৯
৬ সেপ্টেম্বর, ২০১৯
১৬ আগস্ট, ২০১৯
৫ জুলাই, ২০১৯
৩১ মে, ২০১৯
২৪ মে, ২০১৯
১০ মে, ২০১৯

আরও
আরও পড়ুন