শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
মসনবী শরীফ
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
১০০৮. দেহ-কারায় বন্দী হওয়ার পূর্বে ছিল প্রাণ আযাদ
সফর ছিল অনন্তে তার, ছিল না এই দুখ বিষাদ।
১০০৯. হুকুম হলো যখন খোদার এখান থেকে যাও নেমে
বন্দী হলাম, ওই অসীমে সফর গেল হায় থেমে!
১০১০. আমরা সবাই পোষ্য খোদার, আহার করি খাদ্য তার
রাসূল বলেন, সৃষ্টিনিচয় খোদার মহাপরিবার।
১০১১. আকাশ থেকে পরম দয়ায় বাদল ধারা ঝরায় যে
কাজ ছাড়া কি আহার দিতে পারে না সে সৃষ্টিকে ?
১০১২. সিংহ বলে : অবশ্যই পারেন, তাহার শক্তি ঢের
তবে তিনি সামনে রেখে দিছেন সিঁড়িÑ বান্দাদের।
১০১৩. ধাপে ধাপে পা রেখে তায় ঊর্ধ্বে যাবে, নিয়ম তাই
শক্তি ও বল তারই দেয়া ‘জবরী’ হওয়ার যুক্তি নাই।
১০১৪. আছে দু’পা তবে তুমি লেংড়া হবে কোন্ দুখে
আছে দু’হাত, লুকাবে ক্যান্ ? শক্তি দিবে ক্যান্ রুখে ?
১০১৫. মালিক যখন লাঙল তুলে দেন হাতে তার মজদুরের
বলে দিতে হয় কি তখন কি চাই, কি বা লক্ষ্য এর ?
১০১৬. হাত পা মোদের বেল্চা যথা, কাজ করে যাও লক্ষ্য এই
আল্লা’ই দেন, তবে হাসিল করতে হবে চেষ্টাতেই।
১০১৭. ইচ্ছা এবং ইশারা তাঁর দিছেন ঢেলে এই মনে
সেই ইশারা বাস্তবায়ন করতে হবে প্রাণ-পণে।
১০১৮. ওই ইশারা বাস্তবায়ন করলে ঢেলে প্রাণ ও মন
শ্রমের বোঝা হবে লাঘব, খুলবে ভেদের দ্বার তখন।
১০১৯. শ্রম দিয়ে যাও, শ্রম-সাধনা বাহন তোমার উন্নতির
তামিল করে যাও গো হুকুম, প্রিয় হবে মওলাজির।
১০২০. নিজকে উপযোগী কর, দাও পরিচয় যোগ্যতার
দীদার লাভের কাজ করে যাও পাবে তুমি তাঁর দীদার।
১০২১. চেষ্টা ও শ্রম করে যাওয়াই নিয়ামতের ঠিক কদর
‘জাবর’ হওয়া নিয়ামতের নাশুকুরির নামান্তর।
১০২২. নিয়ামত কে বাড়ান খোদা করলে আদায় শুকরিয়া
নাশুকুরী করলে তখন ওই নিয়ামত যান নিয়া।
১০২৩. গুটিয়ে নিয়ে হাত পা তোমার লাশের সুরত ধরবেনা
যাবত সখা না দেন দেখা ঘুমিয়ে পথে পড়বেনা।
১০২৪. ‘জাবর’ তমি ঘুমিও না, ঘুমিও না খবরদার
সেই বিরিখের ছায়া ছাড়া, শাখায় যাহার ফলের ভার।
১০২৫. নিদ্রা যেয়ো লক্ষ্যে গিয়ে স্নি’ বায়ে সুনির্মল
ঝরবে তোমার পরে তখন সুস্বাদু সুমিষ্ট ফল।
১০২৬. ‘জাবর’ মানেÑ দস্যু-মাঝে নির্ভাবনায় ঘুমোন বেশ
যেই মোরগ অসময় ডাকে সেই মোরগের জীবন শেষ।
১০২৭. তাঁর ইশারার প্রতি যদি দুর্বিনীত, ধৃষ্ট হও
যতোই ভাবো নিজকে পুরুষ, নারী তুমি, পুরুষ নও।
১০২৮. হদ্দবোকা হবে তখন, হারিয়ে যাবে বুদ্ধি তেজ
মগজ বিহীন ওই মাথাটা হয়ে যাবে তখন লেজ।
১০২৯. কৃতঘœতা ভারি লাজের, কৃতঘœতায় সর্বনাশ
পরিণতি কৃতঘœদেরÑ কঠিন আযাব, দোযখ বাস।
১০৩০. ভরসা কর খোদার পরে, কাজও কর পরাণপণ
ভরসাসহ ক্ষেতটা চষো, করো তাতে বীজ বপন।
বনের পশুদের উত্তর
১০৩১. উচ্চস্বরে বলল তারা : সর্বকালে লোভীর দল
চেষ্টা উপায় রাখছে জারী নিরন্তর এ পৃথ্বিতল।
১০৩২. হয়নি কোন কিছু তাদের তদবিরে ও চেষ্টাতে
কেন বলুন, বঞ্চিতই রইল তারা শেষটাতে ?
১০৩৩. আদি থেকে কোটি কোটি বনি-আদম এ দুন্য়ার
লোভ-লালসায় মুখ হা করে রইছে যথা আস্দাহার।
১০৩৪. পাহাড় গিরি ধ্বংস কত হলো কোশেশ তদবিরে
তার বিবরণ রয়েছে পাক কুরআনে ও তফসীরে।
১০৩৫. লাভ সে সবে হয়নি কিছু, সব হয়েছে ব্যর্থÑ ছাই
তকদিরে যা লিখা ছিল অবশেষে জুটছে তাই।
১০৩৬. ব্যর্থ হয়ে গেছে সকল চেষ্টা ফিকির কাজ সবার
তাই মিলেছে অবশেষে ভাগ্যে ছিল যেমন যার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।