শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
৫২৬. খোদার প্রিয় ‘আবদাল’দের ভুল করিয়া চিনতে হায়
পথ হারাল বহু মানুষ, গোমরা’ হলো এই ধরায়।
৫২৭. বলছে তারা, আমরা ওরা একই মানুষ ফরক নাই
খাদ্য-পানি, নিদ্রা-ঘুমে এক বরাবর সর্ব ঠাঁই।
৫২৮. ভ্রান্ত পথের পথিক ওরা, অন্ধ ওরাÑ চক্ষুহীন
জানে না যে, উভয় মাঝে তফাত হলো রাত্র-দিন।
৫২৯. পান করে রস একই ফুলের মৌমাছি ভিমরুল উভয়
একের পেটে জন্মে মধু, অন্যতে বিষ পয়দা হয়।
৫৩০. একই বনের দুইটি হরিণ ঘাস-পাতা এক উভয় খায়
একের পেটে জন্মে পুরীষ, কস্তুরী হয় অন্যটায়।
৫৩১. মিত্তিকা রস চুষে খেয়ে বর্ধিত হয় উভয় নল
পূর্ণ কুশার মধুর রসে, ভেতর ফাঁকা বাঁশ কেবল।
৫৩২. জিনিস বহুত, রূপটি তাদের এক হলেও দৃশ্যমান
যোজন যোজন ফারাক তবু তাদের মাঝে বিদ্যমান।
৫৩৩. নেক লোকেরা করলে আহার হয় তাহা নূর সমুজ্জ্বল
করলে আহার বদলোকেরা হয় তা শুধু পুবীষ-মল।
৫৩৪. কারো পেটে খাদ্য গিয়ে হাসাদ-বোখল সৃষ্টি হয়
আবার কারো পেটে গিয়ে হয় নূরে নূর জ্যোতির্ময়।
৫৩৫. কোনো মাটি উর্বরা বেশ, কোনো মাটি লবন-ক্ষার
স্বভাবে কেউ হিং¯্র দানব, কারো স্বভাব ফেরেশতার।
৫৩৬. দু’টিই পানিÑ একটা পানি তেষ্টা মেটায় সর্বদাই
ভীষণ কটা অন্যটা যা মুখে তোলার সাধ্য নাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।