মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে যে, সা¤প্রতিক আল-আকসা মসজিদে আরোপিত বিধিনিষেধের কারণে সৃষ্ট উত্তেজনা বিশ্বকে একটি সর্বনাশা পরিণতির দিকে ঠেলে দেবে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তিদূত নিকোলাই মøাদেনভ বলেন, উত্তেজিত কর্ম থেকে বিরত থাকা, সংযম দেখানো এবং সমাধান অনুসন্ধানের কাজ করার জন্য আমি উভয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, এই সপ্তাহের শুক্রবারের মধ্যে বর্তমান সঙ্কটটির সমাধান বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যদি আমরা এই বর্তমান সঙ্কটের একটি সমাধান শুক্রবারের জুম্মার নামাজে পূর্বেই না বের করতে পারি তাহলে সর্বনাশা পরিণতি অপেক্ষা করছে। গত শুক্রবার থেকে দুই পক্ষের মধ্যে সহিংসতায় পাঁচজন ফিলিস্তিনি ও তিনজন ইসরাইলি নিহত হয়। ঘটনার সূত্রপাত্র জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্রস্থান আল আকসা মসজিদে মেটাল ডিটেক্টর বসানো নিয়ে। ইসরাইল বলছে, ওই এলাকায় ফিলিস্তিনিদের হামলায় দুজন ইসরাইলি পুলিশ নিহত হবার পর নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এই মেটাল ডিটেক্টর বসিয়েছে। ফিলিস্তিনি জনগণের দাবি, মসজিদ দখলের পাঁয়তারা হিসেবেই ইসরাইল এমনটা করছে। স্থানটি ইহুদীদের কাছেও পবিত্র, তাদের কাছে এটি টেম্পল মাউন্ট। ইসলাম টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।