Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি২০-তে ভারত গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করছে: আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৩, ৬:১২ পিএম
জি২০ এর সভাপতি হিসেবে ভারত গ্লোবাল সাউথ বা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের এজেন্ডাকে এগিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করছে বলে মনে করেন দেশটিতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত হুগো জাভিয়ের গোবি। সোমবার দিল্লিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির আমন্ত্রণে হোলি উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন। এএনআইকে এক সাক্ষাতকারে তিনি জানান, জি২০-এর সভাপতি হিসেবে ভারতের নেতৃত্বকে ব্যাপকভাবে সমর্থন করে আর্জেন্টিনা। হোলি উৎসব দারুণ একটি অনুষ্ঠান। ভারতীয়দের সঙ্গে এতে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত তারা। উৎসবে গ্রিস ও আর্জেন্টিনার অন্যান্য কূটনীতিকরাও অংশগ্রহণ করেন। গ্রিসের রাষ্ট্রদূত দিমিত্রিওস আইওয়ানউ হোলিকে দুর্দান্ত উৎসব বর্ণনা করে জানান, এটি তার জীবনের প্রথম অভিজ্ঞতা। ভারতীয় জনগণের জীবনের প্রফুল্ল বয়ে আসুক, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে গ্রিসের কূটনীতিক বলেন, “জি২০-তে ভারতের সভাপতিত্ব খুবই উচ্চভিলাসী। আমি নিশ্চিত, তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।” পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, জি২০ চলমান রয়েছে এবং সবাই কিছু জটিল সমস্যার সমাধানে ভারতের দিকে চেয়ে আছে। ভারতে বিদেশি কূটনীতিকদের হোলি উৎসবের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড গানের সঙ্গে তাদের নাচতে দেখা গেছে সেখানে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ