Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পুলিশ হত্যার দায় স্বীকার করল ‘আইএস’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১২:২৮ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামি চরমপন্থিদের গতিবিধি অনুসরণকারী সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংস্থাটির পরিচালক রিটা কাটজ এক টুইটে বলেছেন, পাকিস্তানের বেলুচিস্তানের সিব্বিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস (আইএস)।
সোমাবার বেলুচিস্তানের বোলান কাচ্চি জেলার ধাদর তহসিলে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। দেশটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে কামব্রি নামে একটি সেতুর কাছে এই হামলার ঘটনা ঘটে। সেতুটি কাচ্চি ও সিবি জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এতে আরও ১৩ পুলিশ সদস্য আহত হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ