Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে নতুন আশ্রয় শিবির জাতিসংঘের

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় মসুল থেকে পালিয়ে আসা পরিবারগুলোর জন্য নতুন আশ্রয় শিবির খুলেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইরাকের উত্তরাঞ্চলে এ শিবির খোলা হয়েছে। জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ইউএনএইচসিআর মুখপাত্র। মসুলে চলমান জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে এ নিয়ে এ রকম ১২টি শিবির খোলা হয়েছে বলেও জানান তিনি। শিবিরটি মসুল থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে আরবিল মহাসড়কের পাশে অবস্থিত। নতুন শিবিরের ধারণ ক্ষমতা ৯ হাজার বলে উল্লেখ করে বলা হয়েছে, এতে এ পর্যন্ত ৯৬ পরিবারের ৫০০ ব্যক্তিকে আশ্রয় দেয়া হয়েছে। চার সপ্তাহেরও কম সময় আগে ৩০ মানুষের ধারণ ক্ষমতাসহ একটি আশ্রয় শিবির খোলা হয়েছিল এবং এখন তা পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। মারাত্মক ঝুঁকির মুখে লোকজন মসুল থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে।  বিবিসি,রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ