মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে আবারও তাগিদ দিয়েছে জাতিসংঘ। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে এ তাগিদ দেয়া হয়। এটি ছিল সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের ৩০তম প্রস্তাব।
কিউবার উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরাইল ভোট দেয়। অন্যদিকে, ইউক্রেন ও ব্রাজিল ভোটদানে বিরত থাকে। বাকি সকল সদস্যরাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
উল্লেখ্য, ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর মার্কিন সরকার দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক নীতি গ্রহণ করে। ১৯৬১ সালে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। একই বছর থেকে কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ২০১৫ সালের জুলাই মাসে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হলেও, কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি বাতিল হয়নি।
এদিকে, অবিলম্বে কিউবার ওপর থেকে একতরফা অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং। তিনি বুধবার জাতিসংঘ সাধারণ পরিষেদে আয়োজিত সংশ্লিষ্ট এক অধিবেশনে এ আহ্বান জানান। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।