মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে পারমাণবিক তেজস্ক্রিয়তাসম্পন্ন ‘ডার্টি’ বোমা তৈরির কাজ চলছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পারমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির সংশ্লিষ্ট স্থানগুলোতে অনুসন্ধান চালানোর পর সংস্থাটি এই অভিযোগ খারিজ করে দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।
ভিয়েনাভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত সেসব পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য–উপাত্তের মূল্যায়ন এবং ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি অবস্থানগুলোতে অঘোষিত কোনো পারমাণবিক কার্যকলাপ কিংবা পারমাণবিক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণের ইঙ্গিত খুঁজে পায়নি।’
গত কয়েক দিন আইএইএর পরিদর্শকেরা যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিলেন এমন সব স্থানেই তাদের যেতে দেওয়া হয়েছে এবং কোনো বাধা ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হয়েছে বলেও আইএইএ জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি আইএইএ-এর এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এমনটাই হওয়ার কথা ছিল। এটি নিশ্চিত ছিল।’ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা আইএইএ–কে বিষয়টি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা তাদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করেছি, তাদের কাজ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং আমাদের কাছে স্পষ্ট এবং অকাট্য প্রমাণ রয়েছে যে- ইউক্রেনের কেউ কোনো ডার্টি বোমা তৈরি করেনি বা তৈরি করছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের এই অঞ্চলে এখন একমাত্র নোংরা জিনিসটি হলো মস্কোর সেই ব্যক্তিদের মস্তিষ্ক যারা দুর্ভাগ্যবশত রাশিয়ার নিয়ন্ত্রণ দখল করে রেখেছে এবং ইউক্রেন ও পুরো বিশ্বকে আতঙ্কিত করছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।