মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে গতকাল (বৃহস্পতিবার) একটি বিশেষ আলোচনাসভা আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন-দেশকে বলেন, উন্নয়নের মাধ্যমে আরো সুষ্ঠুভাবে বিভিন্ন ধরনের মানবাধিকার রক্ষা করা হবে।
জাতিসংঘের জনৈক কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বর্তমানে মানবজাতি একাধিক বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাতে উন্নয়নের অধিকারের প্রতি গুরুত্ব আরো বেড়েছে। করোনা মহামারীর কারণে বৈষম্য আগের চেয়ে অনেক বেড়েছে।
তিনি বলেন, অনেক অঞ্চলের উন্নয়ন অনেক পেছনে পড়ে রয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের উচিত একতা জোরদার করা, পারস্পরিক অবিশ্বাস দূর করা এবং প্রথমে অসমতার সমস্যা সমাধান করা।
এ ছাড়া উন্নয়নের অধিকার রক্ষা ও উন্নত করার জন্য আরো বেশি কাজ করার আহ্বানও জানান তিনি। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।