Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধে ৯ হাজার ১৫১ জন ইউক্রেনীয় নাগরিক নিহত : জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১২:০১ পিএম

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ২ জুন পর্যন্ত দেশটিতে নয় হাজার ১৫১ ইউক্রেনীয় নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। -আল-জাজিরা

এর মধ্যে নিহত হয়েছে চার হাজার ১৬৯ জন। আর আহত হয়েছে চার হাজার ৯৮২ জন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর এই তথ্য জানিয়েছে। তবে প্রকৃত পরিসংখ্যান “অনেক বেশি” হতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।

ওএইচসিএইচআর বলেছে, অধিকাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ