মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে এখন পর্যন্ত ৯০২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৪৫৯ জন জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। রোববার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ওএইচসিএইচআর জানায়, বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে কামান ও রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। নিহত ৯০২ জনের মধ্যে ১৭৯ জন পুরুষ, ১৬৪ জন নারী, ১১ জন মেয়ে এবং ২৫ জন ছেলে, সেই সঙ্গে ৩৯ জন শিশু এবং ৫১৪ জন প্রাপ্তবয়স্ক, যাদের লিঙ্গ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সংস্থাটি বলছে, দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে ২৪৮ জন বেসামরিক লোক মারা গেছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফদের ফেসবুক পেজে পোস্ট করা একটি হালনাগাদে কর্মকর্তারা বলেন, ২৫ দিনের লড়াইয়ে রাশিয়ার ১৪ হাজার ৭০০ সেনা নিহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, সংঘাতে রুশ বাহিনীর বিপুল পরিমাণে সমরাস্ত্র ধ্বংস হয়েছে। যার মধ্যে রয়েছে ৪৭৬টি ট্যাঙ্ক, ২০০ এর বেশি যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন। এছাড়া প্রায় এক হাজার ৪৮৭টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।