Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫ দেশ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে দুইদিন টানা বিতর্কের পর এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ এবং ভোট দেয়ায় বিরত ছিল ৩৫টি দেশ। যেসব দেশ ভোট দেয়ায় বিরত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা এবং দক্ষিণ আফ্রিকা। এ প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি দেশ ভোট দিয়েছে তারা হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া এবং রাশিয়া। এই প্রস্তাবের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানানো হয়েছে এবং সেখান থেকে সৈন্য সরিয়ে নেবার কথা বলা হয়েছে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে কিংবা ভোট দেয়া থেকে বিরত ছিল , তাদের সবার সাথে রাশিয়ার ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড ভোটাভুটির আগে বলেন, ‘জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্রের এবং আপনার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় যদি আপনি বিশ্বাস করেন তাহলে প্রস্তাবের পক্ষে ভোট দিন।’ যদিও সাধারণ পরিষদের পাশ হওয়া এই প্রস্তাব মেনে চলার ক্ষেত্রে কোন আইনগত বাধ্যবাধকতা নেই।

জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ার সৈন্যরা শুধু দখল করতে আসেনি। এটা এক ধরণের গণহত্যা। উল্রেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া পুরোদমে হামলা শুরু করেছে ইউক্রেনে। মস্কো দাবি করছে, জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুযায়ী আত্মরক্ষার জন্য অভিযান পরিচালনা করছে রাশিয়ার সৈন্যরা। সূত্র : বিবিসি বাংলা।



 

Show all comments
  • পায়েল ৪ মার্চ, ২০২২, ৪:৫৯ এএম says : 0
    ভালো সিদ্ধান্ত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ