Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরি করা অর্থে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৯ পিএম

উত্তর কোরিয়া বিগত বছরগুলোতে পরমাণু এবং ব্যালাস্টিক মিসাইল প্রকল্পের উন্নতি করেই চলেছে। এ নিয়ে জাতিসংঘ জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় সাইবার হামলার মাধ্যমে অর্জিত মুনাফা বড় এক ভূমিকা রাখছে।

শনিবার জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গোপন প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচির তহবিল জোগাতে উত্তর কোরিয়া ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) এক্সচেঞ্জে সাইবার হামলা চালিয়ে বিপুল পরিমাণ অর্থ চুরি করেছে।
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি ফার্ম ও লেনদেন ব্যবস্থাকে লক্ষ্য করে উত্তর কোরীয় হ্যাকাররা এই হামলা চালিয়ে আসছে।

রয়টার্স বলছে, পরমাণু সংক্রান্ত গোপন ওই প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে শুক্রবার হস্তান্তর করা হয়। সাইবার হামলাকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় অন্তত তিন ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় ২০২০ থেকে ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত হামলা চালিয়ে পাঁচ কোটি ডলারের বেশি লুট করেছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ