মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারকে ‘তাৎক্ষণিকভাবে’ সবধরনের সহিংসতা থামিয়ে গণতন্ত্র ফেরানোর আহŸান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সংকট সমাধানে মধ্যস্থতার জন্য দেশটি একজন বিশেষ প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেবে বলেও আশাপ্রকাশ করেছে বৈশ্বিক সংস্থাটি। খবর এএফপির। মিয়ানমারে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ ও সংকট নিরসনে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনকে পাঠানোর প্রস্তাব দিয়েছিল দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও চাচ্ছে ওই প্রতিনিধি দ্রæত মিয়ানমারে গিয়ে সব পক্ষের সঙ্গে দেখা করে মধ্যস্থতার মাধ্যমে শান্তিআলোচনা এগিয়ে নিক এবং দেশটিতে মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করুক। এ বিষয়ে বুধবার নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের তোলা একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পরে এক বিবৃতিতে পরিষদ বলেছে, মিয়ানমারে সা¤প্রতিক সহিংসতা ও বিপুল সংখ্যক মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার হিসাবে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে দেড় হাজারের বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন, গ্রেফতার হয়েছেন ১১ হাজারের বেশি। অভ্যুত্থানের পরপরই দেশটির গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে বন্দি করে সামরিক সরকার। এ দুই নেতাকে দ্রæত মুক্তি দেওয়ার পাশাপাশি নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি এবং মানবিক ও চিকিৎসা কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে জান্তা সরকারের প্রতি আহŸান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।