Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেন যুদ্ধে দুই হাজার শিশু সেনা নিহত: জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১০:৩৬ এএম

ইয়েমেন যুদ্ধে হুথি বিদ্রোহীদের প্রায় দুই হাজার শিশু সেনা নিহত হয়েছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, ২০২০ সালে প্রায় দেড় হাজার শিশু সেনা নিহত হয়। পরের বছর নিহত হয়েছে আরও কয়েকশ’। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব উঠে এসেছে।

নিরাপত্তা পরিষদের পাঠানো প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এখনও শিশুদের যুদ্ধের জন্য রিক্রুট করছে। এজন্য তারা গ্রীষ্মকালীণ ক্যাম্প ও মসজিদকে কাজে লাগিয়ে আদর্শ ছড়াচ্ছে।
বিশেষজ্ঞরা আরও বলেছেন, সউদী আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় এখনও অনেক বেসামরিক প্রাণহানি হচ্ছে।
২০১৫ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের যুদ্ধে দশ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। সরাসরি সংঘাতে নিহত হয়েছেন লাখো প্রাপ্ত বয়স্ক। আর কোটিরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল উল্লেখ করেছে, হুথিদের দলে ভেড়ানো শিশুদের মধ্যে ২০২০ সালে ১ হাজার ৪০৬ জন নিহত হয়েছে। পরের বছর জানুয়ারি থেকে মে মাসে নিহত হয়েছে আরও ৫৬২ জন।
প্যানেলের বিশেষজ্ঞরা সব পক্ষকে স্কুল, গ্রীষ্মকালীণ ক্যাম্প ও মসজিদকে শিশুদের দলে ভেড়ানোর কাজে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। তারা সুপারিশ করেছেন, এই আহ্বান না মানলে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ