মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চারপাশের রাস্তা বন্ধ করে উত্তেজনা ও স্থবিরতাপূর্ণ অবস্থানের পর বৃহস্পতিবার জাতিসংঘ ভবনের বাইরে শটগানসহ এক ব্যক্তিকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি ভবনের একটি প্রধান প্রবেশ পথের সামনে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। দুই ঘণ্টার বেশি সময় ওই ব্যক্তি বন্দুক হাতে ফুটপাতে হাঁটছিলেন। এ সময় সশস্ত্র পুলিশ তাকে ঘিরে রাখে। নিউইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, ‘এই ঘটনার জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
জাতিসংঘ এর আগে কর্মীদের বলেছিল যে এলাকাটি পুলিশ দিয়ে সুরক্ষিত এবং জাতিসংঘের কর্মী বা সহযোগীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সূত্র : ক্যানবেরা টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।