Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন যুদ্ধাপরাধ : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৯:১৩ পিএম

এবার ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালো জাতিসংঘ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপনকে এক ধরনের যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মাইকেল লিনক নামের একজন মানবাধিকার পরিদর্শক। গতকাল শুক্রবার এ মন্তব্য করেন তিনি । -মিডলইস্ট মনিটর

মাইকেল লিনক বিভিন্ন দেশকে আহ্বান জানিয়ে আরও জানান, যেন তারা ইসরায়েলকে এ বিষয়টি বুঝান যে, পশ্চিম তীরে অবৈধ (ইহুদি) বসতি নির্মাণের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এর আগে, ইসরায়েল সর্বশেষ পশ্চিম তীরের একটি গ্রামে বেদুইনদের একমাত্র বাসস্থান তাঁবু গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এতে অন্তত ৬৩ জন বেদুইনকে গৃহহীন হতে হয়েছে।

এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই স্থানটি তাদের ফায়ারিং জোনের মধ্যে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনের অধিকার বিষয়ক গোষ্ঠীগুলো জানায়, এই এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণের জন্যেই এ কাজ করা হয়েছে। এতে মানবেতর জীবনযাপন করা খিরবত হামসাহ গ্রামের ফিলিস্তিনিরা বিপাকে পড়েছেন। ইসরাইলি বাহিনী তাদের তাঁবু ও আবাসস্থল, ল্যাট্রিন, সোলার প্যানেল এবং জলের পাত্রগুলো সপ্তমবারের মতো ধ্বংস করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ