মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
'বিশ্বে ৪৩টি দেশের ৪ কোটিরও বেশি মানুষের জন্য ক্ষুধা ও দুর্ভিক্ষ বড় ধরণের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে', বিশ্বব্যাপী দুর্ভিক্ষের চিত্র পর্যালোচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি স্টিফেন ও'ব্রেইন এই আশঙ্কা প্রকাশ করেছেন।
স্টিফেন ও'ব্রেইন জানান, 'সমগ্র বিশ্বে সমন্বিত তৎপরতা না থাকলে মানুষ ক্ষুধা ও নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে।'
তিনি ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া এবং উত্তরাঞ্চলীয় নাইজেরিয়ার জন্য আগামী জুলাই মাসের মধ্যে জরুরি ভিত্তিতে ৪৪০ কোটি তহবিল যোগানোর আহ্বান জানিয়েছেন। ভয়াবহ বিপর্যয় থেকে এই চার দেশকে রক্ষা করতে বিনা বাধায় এবং নিরাপদে মানবিক ত্রাণ তৎপরতা চালানোর সুযোগ দেয়ার আহ্বানও জানান স্টিফেন ও'ব্রেইন।
দক্ষিণ সুদানের ৭৫ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। মূলত দেশটির দুর্ভিক্ষের কারণ সম্পূর্ণ মানবসৃষ্ট। দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যস্থতা না হওয়ায় এই দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে।
একইভাবে সোমালিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক খাদ্যাভাবে ভুগছে। দেশটির ৬২ লাখ মানুষ ক্ষুধা ও রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর মতো হুমকির মুখোমুখী হয়েছে। আর কেনিয়ায় বর্তমানে ২৭ লাখ জনগণ শোচনীয় অবস্থায় থাকলেও আগামী এপ্রিলের মধ্যে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন স্টিফেন ও'ব্রেইন।
মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে অসতর্কতার কারণে কয়েক দশক বিরতির পর ২০১৬ সাল থেকে আবারো বিশ্বে জুড়ে ক্ষুধা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশ্বের প্রায় ৬৯ কোটি মানুষ প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়।
এদিকে মৌলিক খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবছর খাদ্য নিরাপত্তাকে আরো নাজুক করে তুলেছে। খাদ্যের অভাবে বিশ্বে মারা যাওয়া মানুষের সংখ্যার ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। দেশগুলোকে সহায়তার জন্য দ্রুত ৬শ কোটি ডলারের তহবিলের চাহিদা জানানো হয়েছে। সূত্র: আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।