মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিডের বিরুদ্ধে বিশ্ব একটি ‘যুদ্ধে’ আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। তাই মহামারি মোকাবেলায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো পদক্ষেপ গ্রহণের কথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক অধিবেশন উদ্বোধন করতে গিয়ে সোমবার এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এন্তোনিও বলেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে ‘ভোগান্তির সুনামি’ হচ্ছে। তিনি কোভিডে ৩৪ লাখ মানুষের মৃত্যুর কথা তুলে ধরেন। যেই ৫০ কোটি মানুষ চাকরি হারিয়েছেন তাদের দুর্দশার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, সবথেকে ঝুঁকিতে থাকারাই বেশি ভুগছেন। আমার আশঙ্কা, এই দুর্দিন শেষ হতে আরো অনেক সময় লাগবে। ধনী রাষ্ট্রগুলো তার জনগণের বড় অংশটিকে ভ্যাকসিন প্রদান করেছে এবং অর্থনীতি খুলে দিয়েছে। কিন্তু দরিদ্র রাষ্ট্রগুলো এখনো কোভিডের কারণে ভুগছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।