Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ কোটি ৪০ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে সাড়ে ৫ বিলিয়ন ডলার তহবিল চায় জাতিসংঘ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৭:১৭ পিএম

৩ কোটি ৪০ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে সাড়ে ৫ বিলিয়ন ডলার তহবিল চায় জাতিসংঘ। বিশ্বের তিন ডজন দেশ দুর্ভিক্ষ থেকে এক পা পিছিয়ে আছে। এদের বাঁচাতে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস সদস্য দেশগুলোর কাছে জরুরিভাবে এ অর্থ সাহায্য চেয়েছেন। -নিউ আরব

সংস্থাটির নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের একটি বৈঠকও হয়েছে এ সংকট দূর করার কৌশল নির্ধারণে। ওই বৈঠকের আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বলা হয় গত বছরের শেষ নাগাদ ৮৮ মিলিয়ন মানুষ চরম ক্ষুধার্ত হিসেবে দিন কাটাতে শুরু করে। দ্বন্দ্ব ও অস্থিতিশীলতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বছরে এধরনের ক্ষুধার্তের সংখ্যা ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে এধরনের ক্ষুধাময় পরিস্থিতির উন্নতি হবার কোনো লক্ষণ এবছরেও দেখা যাচ্ছে না। গু তে রেস বলেন বিশ ^ জুড়ে একাধিক সংঘাতময় দুর্ভিক্ষময় পরিস্থিতি জলবায়ুর পরিবর্তন ও কোভিড মহামারীতে আরো অবনতি হয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন , অবিলম্বে কার্যকর উদ্যোগ ছাড়া লাখ লাখ মানুষকে চরম ক্ষুধা থেকে মৃত্যুর মুখে পতিত হওয়ার পরিণতি থেকে বাঁচানো যাবে না। ৫ বছরের কম বয়সের ২৩ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। তিনি আর ও বলেন , অপুষ্টিজনিত বিভিন্ন রোগ ও সংকটময় পরিস্থিতি আটকে পড়েছে লাখ লাখ মানুষ। এক প্লেট ভাত ও সীমের মূল্য প্রতিদিনের গড় আয়ের ১৮০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ইয়েমেন , দক্ষিণ সুদান ও বুর্কিনা ফাসোর মত দেশগুলোর কিছু অংশে দেড় লাখেরো বেশি মানুষ দুর্ভিক্ষের মত পরিস্থিতিতে অনাহা রের ঝুঁকিতে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ