মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুবাই শাসকের কন্যা রাজকুমারী লতিফার আটকের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে জাতিসংঘ ব্যাখ্যা জানতে চাইবে বলে সংস্থাটি জানিয়েছে । সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে লতিফা অভিযোগ করেছেন, তারা বাবা তাকে বন্দী করে রেখেছেন। তার জীবন নিয়ে তিনি শঙ্কায় আছেন তিনি। ২০১৮ সালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। এরপর থেকে বন্দী অবস্থায় আছেন তিনি। লতিফার সেই ভিডিও প্রকাশ করে বিবিসি। সেখানেই লতিফা তার জীবন নিয়ে শঙ্কার বিষয়টি প্রকাশ করেন। -বিবিসি
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের পররাষ্ট্র এবং উন্নয়ন বিষয়ক কার্যালয়। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে। রাজকুমারী লতিফা নিজেকে তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের ‘জিম্মি’ বলে দাবি করেছেন। তাকে দেখা গেছে, আমি একজন জিম্মি, আমি মুক্ত না। এই কারাগারের মধ্যে আমি বন্দি। আমার জীবন আমার হাতে নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।