Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র কাঠামোর আধুনিকীকরণ করেছে পিয়ংইয়ং : জাতিসঙ্ঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উত্তর কোরিয়া কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছর নিজের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মস‚চি চালিয়ে গেছে বলে জাতিসঙ্ঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। স্বতন্ত্র নিষেধাজ্ঞা পর্যবেক্ষকদের তৈরি করা প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, পিয়ংইয়ং পরমাণু অস্ত্র কর্মস‚চি চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবকাঠামোর আধুনিকীকরণ করেছে। গোপন ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মস‚চির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি বিদেশ থেকে সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মস‚চির কারণে উত্তর কোরিয়ার ওপর জাতিসঙ্ঘের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আমেরিকা এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার পাশাপাশি নিজে থেকেও উত্তর কোরিয়ার ওপর আরো অনেক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। জাতিসঙ্ঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া তার সামরিক কুচকাওয়াজগুলোতে স্বল্প-পাল্লা, মধ্যম-পাল্লা ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এসব ক্ষেপণাস্ত্রের আকার থেকে প্রতিবেদনে এই ধারণা করা হয়েছে যে, এর সবগুলো ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র স্থাপন করা সম্ভব। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ