মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির নতুন মহাসচিব নির্বাচনে এই প্রক্রিয়ার ঘোষণা করা হয়। সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয় মেয়াদেও এই পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। সাবেক এই পর্তুগিজ প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন পাচ্ছেন।
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে গৃহীত এক চিঠিতে বলা হয়, ‘প্রার্থীদের প্রমাণিত নেতৃত্ব ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা, বলিষ্ঠ কূটনৈতিক দক্ষতা, যোগাযোগ ও বহুভাষিক দক্ষতা থাকতে হবে।’ অন্তত একটি দেশ ২০২২-২০২৬ মেয়াদে জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চায়।
হন্ডুরাস মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচিত করার দাবি জানিয়েছে। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে সকল মহাসচিবই ছিলেন পুরুষ। আগামী মে-জুন নাগাদ সংস্থাটি প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। সূত্র : বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।