Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের গাইডলাইন মেনেই মানচিত্র প্রকাশ করা হয়েছে : হু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বড় ধরনের ভুল হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও, হু)। বিভিন্ন রং ব্যবহার করে একটি বিশ্ব মানচিত্র প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে ভারত থেকে বাদ দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখকে। এই ঘটনায় বেশ সাড়া পড়ে গেছে। ভারতীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই মানচিত্র প্রকাশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, জাতিসংঘের দেয়া গাইডলাইন মেনেই তাদের মানচিত্র প্রকাশ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতের বাইরে দেখানো হয়েছে ডবিøুউএইচও’র মানচিত্রে। যেখানে পুরো ভারতকে গাঢ় নীল রংয়ে সাজানো হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য এই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চীনকেও। তবে সেখানে রয়েছে নীল রংয়ের বর্ডার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ম্যাপ প্রকাশ করা হয়েছে কোভিড-১৯ ড্যাশবোর্ডে। ওই ওয়েবসাইটে কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে এই সাফাই মানতে নারাজ ভারতীয়রা। তাদের দাবি যেহেতু হুর পেছনে আর্থিক সাহায্য চীন থেকে আসে তাই এই ম্যাপ প্রকাশের পেছনে ষড়যন্ত্র রয়েছে বেইজিংয়ের। কিন্তু ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের চেয়ারম্যান। তাহলে এ বিষয়টি কেন আগে চোখে পড়ল না? এর আগে গত নভেম্বরে ভারতের বিতর্কিত একটি মানচিত্র প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। এক টুইটে তিনি পুরো বিশ্বের যে মানচিত্র প্রকাশ করেছিলেন সেখানে দেখা যায় জম্মু কাশ্মীর ভারতের বাইরের অংশ। এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। এই টুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা যায়, বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তারা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চীন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের। সেই টুইটে জম্মু কাশ্মীর লাল রংয়ের ছিল। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। শুধু জম্মু কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়। উল্লেখ্য এমন সময় ম্যাপটি প্রকাশ করা হলো যখন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া। সব মিলিয়ে বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ