Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মুসলিম নিপীড়ন নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৬:৫৬ পিএম

ভারতের ‘বিভাজনের নীতি’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অ্যাজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট এই উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করে দিয়েছেন। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক এক প্রতিবেদনে তিনি এসব তথ্য তুলে ধরেছেন। বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

মিশেল বলেন, সরকারের ‘বিভাজনের নীতি’র কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতির মুখে পড়তে পারে। সংকীর্ণ রাজনৈতিক অ্যাজেন্ডা ইতোমধ্যে ভারতের প্রান্তিক সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অসমতার সমাজ তৈরি করেছে। তিনি বলেন, ‘আমরা এমন খবর পেয়েছি যে ভারতে সংখ্যালঘুরা নিপীড়িত এবং টার্গেটে পরিণত হচ্ছেন। বিশেষ করে মুসলিম এবং অনগ্রসর দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।’ এসময় তিনি সউদী আরবে আটক নারী মানবাধিকার কর্মীদের ওপর নিপীড়ন বন্ধ ও মুক্তি দেয়ার আহ্বান জানান। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ