Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়েমেনের সহায়তায় ৫শ’ কোটি ডলার চেয়েছে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতিসংঘ আগামী বছর ইয়েমেনের প্রায় ২ কোটি মানুষকে মানবিক সহায়তা দিতে ৫শ’ কোটি মার্কিন ডলার চেয়েছে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২৬ ফেব্রুয়ারি সুইডেন, সুইজারল্যান্ড ও জাতিসংঘের সহায়তায় দাতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর মার্ক ল’কক বলেন, এই বিশ্ব সংস্থার প্রতি বছর অতিরিক্ত কয়েকশ’ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হয়। দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে বলে মনে হলেও বৈরীতা শেষ হয়নি। তিনি স¤প্রতি ইয়েমেন সফর করে এমন মন্তব্য করেন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সুইডেনে বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তিনি ইয়েমেনে মানবিক সহায়তা সরবরাহে বাধার তীব্র নিন্দা করেন। ল’কক বলেন, দেশটির অর্থনীতিকে সচল করতেও সহায়তার প্রয়োজন। তিনি আরো বলেন বলেন, মানবিক সহায়তার জন্য ‘হোদেইদা বন্দরটি গুরুত্বপূর্ণ’। সউদী আরব ও তাদের মিত্র দেশগুলোর সহযোগিতায় ইয়েমেনের সরকারি বাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে প্রায় চার বছর ধরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এতে ইয়েমেন চরম মানবিক বিপর্যয়ের মুখে
পড়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ