Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে কুরেশির বক্তৃতার মধ্যে সুষমার সভাস্থল ত্যাগ

‘সার্কের অগ্রগতির পথে ভারত বাধা’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আয়োজিত সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের এক সভায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বক্তৃতার মাঝপথে উঠে চলে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ফলে তার সাথে কথা বলতে পারেননি কুরেশি। পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি (সুষমা স্বরাজ) আমার বক্তৃতার মাঝখানে সভাস্থল ত্যাগ করেন। হয়ত তিনি ভালো বোধ করছিলেন না। জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে তারা এখন নিউইয়র্কে রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতকে সার্কের অগ্রগতির পথে বাধা বলে আখ্যায়িত করেন।
কুরেশি প্রশ্ন করেন, এ অঞ্চলের দেশগুলো যদি এক সাথে বসতে রাজি না হয় তাহলে আঞ্চলিক সহযোগিতা কীভাবে সম্ভব? সার্কভুক্ত দেশগুলো যদি কিছু পেতে চায় তাহলে তাদের এগিয়ে যেতে হবে। এ জন্য পরবর্তী শীর্ষ বৈঠকের আয়োজন করতে হবে। কিন্তু একটি দেশ এ অঞ্চলে সার্কের অগ্রগতি ও সাফল্য লাভে বাধা সৃষ্টি করছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সার্ক বিষয়ে কথা বলে। সার্ক এ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারেনি। ভারতের আচরণ সার্কের উদ্দেশ্যবিরোধী। পাকিস্তান সার্ককে সফল দেখতে চায়।
নিউইয়র্কে সার্ক বৈঠক শুরুর আগে জিও নিউজ সুষমা স্বরাজের কাছে প্রশ্ন করে যে ভারত ও পাকিস্তানের মধ্যকার বতর্মান সমস্যাগুলো সার্ক বৈঠকের উপর প্রভাব ফেলবে কিনা। তবে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, আমি কোনো লড়াই চাই না।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তান সম্পর্ক বিষয়ে জিও নিউজকে বলেন, যদি দু’দেশের মধ্যে বিরোধ বাধে তখন আমাদের মধ্যস্থতা করতে বলা হয়। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বৈঠকের পর কথা বলবেন বলে জানান। সূত্র : জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ