Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কর্মসূচি চালিয়েই যাচ্ছে উ. কোরিয়া : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জাতিসংঘে জমা দেওয়া এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সমুদ্রপথে পিয়ংইয়ং অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে তেলজাত পণ্য স্থানান্তরের প্রক্রিয়া বাড়িয়েছে; অন্যান্য রাষ্ট্রে তাদের অস্ত্র বিক্রির চেষ্টাও অব্যাহত আছে, বলছেন বিশেষজ্ঞরা। স্বতন্ত্র বিশেষজ্ঞদের একটি প্যানেল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গোপনীয় এ প্রতিবেদন জমা দেয়। এ বিষয়ে উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রæতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনামূলক উষ্ণ সম্পর্কের মধ্যেও উত্তর কোরিয়া নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে কাজ করছে বলে গত সপ্তাহেই সন্দেহের কথা জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। উপগ্রহের ছবির বরাত দিয়ে তারা বলেছিলেন, পিয়ংইয়ংয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ‘নিয়মিত তৎপরতা দেখা যাচ্ছে’। পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে পিয়ংইয়ংয়ের ওপর এখনো জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়িত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা শুক্রবার নিরাপত্তা পরিষদে এ প্রতিবেদন দেয়। শনিবার বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকেও তা দেখানো হয়। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ