Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

নিষেধাজ্ঞায় সংঘাত আরো তীব্র হবে : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কারেম শালোম’ ক্রসিং দিয়ে বাণিজ্যিক পণ্যের আনা-নেয়া বন্ধের ইসরাইলি সিদ্ধান্ত হামাসের সঙ্গে দ্ব›দ্বকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী নিকোলাই মøাদেনভ এই সতর্ক বার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ‘সংঘাত ও মুখোমুখি অবস্থান থেকে প্রত্যেকেরই পিছিয়ে আসা উচিৎ।’ গাজার প্রধান বাণিজ্যিক ক্রসিংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এই বক্তব্য দিলেন। কমার্শিয়াল বর্ডার ‘কারেম সালোম’ ক্রসিং দিয়ে গাজার বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হতো। মঙ্গলবার সকাল থেকেই ওই ক্রসিং দিয়ে খাদ্য, ওষুধ ও জ্বালানি পণ্য ছাড়া অন্য কোনো পণ্য হামাস শাসিত গাজা উপত্যকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। গত চার মাস ধরে গাজা থেকে উড়ে আসা ঘুড়ি ও বেলুনে দক্ষিণ ইসরাইলে কয়েকশ’ একর জমির ফসল পুড়ে যাওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। জেরুজালেম পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ