মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় রাশিয়া প্রস্তাবিত পাঁচ ঘণ্টার ‘মানবিক বিরতি’তে খুব একটা লাভ হচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, বেসামরিকদের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিতে আরও সময় প্রয়োজন। ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, সাত বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পূর্ব ঘৌতায় নতুন করে তান্ডব শুরু হয়েছে। বৃহস্পতিবারই অস্ত্রবিরতির মাঝেই এক বিমান হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরামর্শক জ্যান এগল্যান্ড বলেন, ‘আপনারা সিরিয়ায় সাহায্য করতে ব্যর্থ হচ্ছেন। পূর্ব ঘৌতায় কোনও আন্তর্জাতিক আইনই মানা হচ্ছে না।’ পূর্ব ঘৌতায় প্রায় চার লাখ মানুষের বসবাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে। রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা, যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটির পুনর্দখল নিতে চলতি মাসের শুরুর দিকে অভিযান জোরালো করে সরকারি বাহিনী। এতে শত শত মানুষ হতাহত হয়। সম্প্রতি ১ হাজার ২৪৪ সম্প্রদায়ের ৫৬ লাখ মানুষের মানবিক সহায়তার স্বার্থের কথা উল্লেখ করে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব আনে কুয়েত ও সুইডেন। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সঙ্গে রাশিয়ার স্বার্থগত বিরোধে সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি পিছিয়ে যায় কয়েকবার। অবশেষে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরীয় অস্ত্রবিরতির প্রস্তাব অনুমোদন পায়। ত্রাণ ও চিকিৎসা সরবরাহে ৩০ দিনের অস্ত্রবিরতির ব্যাপারে একমত হয় সংস্থাটির স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্য রাষ্ট্রই। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।