Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের ওপর চাপ বাড়াবে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ৯:৪৪ পিএম

পাকিস্তান যেন তাদের আচরণ পরিবর্তন করে সেজন্য তাদের ওপর অবশ্যই চাপ বাড়াতে থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন। আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিদর্শনের পর সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন নিকি হ্যালি। তিনি বলেন, পাকিস্তানের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের ১৫ সদস্য দেশের কাছে আহ্বান জানিয়েছে আফগানিস্তান। নিকি হ্যালি আরও বলেন, নিজেদের আচরণ পরিবর্তন করতে এবং আলোচনার টেবিলে বসতে পাকিস্তানের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে তারা। চলতি মাসের শুরুতে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা স্থগিত করেছে। পাকিস্তান নিজেদের মাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদকে আশ্রয় দিয়েছে এবং তাদের সহায়তা দিচ্ছে এমন অভিযোগ এনে তাদের সহায়তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ