নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঈদের আমেজের রেশ এখনও বিরাজমান। সর্বত্রই নতুন পাজামা-পাঞ্জাবী আর নতুন জামা-কাপড়ে হাস্যোজ্জ্বল মুখের মেলা। আর সবার মতোই আপনজনের সঙ্গে ঈদ উদযাপনে সময় পার করছেন ক্রিকেটাররাও। তবে গতকালই প্রিয়জনদের ছেড়ে ডারউইনের পথ ধরেছেন এইচপির ক্রিকেটাররা। আগের দিন বিসিবি একাডেমি ভবনে রিপোর্ট করেছেন সকলে। তারপর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় এইচপি দল। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে জানা গেছে, রাত ১০টা ৫৫ মিনিটের ফ্লাইটে অস্ট্রেলিয়াগামী বিমানে ঢাকা ছেড়েছেন এইচপির ক্রিকেটাররা। সফরে একটি তিনদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে এইচপি দল। ডারউইনে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এইচপি দলের প্রতিপক্ষ হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। কারণ বছরের এ সময়টাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের ক্রিকেটাররা ডারউইনে এসে অনুশীলন করেন।
এইচপির ক্রিকেটারদের জন্য সফরটা পুরোই শেখার, অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র। তাই জয়-পরাজয়ের চেয়ে ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ জয়টাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সফর শুরু হবে পাঁচ ওয়ানডে দিয়ে। ৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সফরের শেষদিকে তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। গতকাল আনুষ্ঠানিকভাবে এইচপি দল ঘোষণা করে বিসিবি। এইচপি ক্যাম্পে প্রাথমিকভাবে ২৪ জন ক্রিকেটার ডাক পেয়েছিলেন। তাদের মধ্য থেকে অস্ট্রেলিয়াগামী এইচপি দলে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটার হলেন এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানবির হায়দার খান, মেহেদী হাসান সিদ্দিকী, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), এবাদত হোসেন চৌধুরী, তাসামুল হক, আবুল হাসান রাজু, ইরফান শুকুর, ইয়াসির আলী চৌধুরী, নিহাদ-ইজ-জামান এবং জুবায়ের হোসেন লিখন। স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গী হয়েছেন সাদমান ইসলাম, হোসেন আলী, ইমরান আলী এনাম ও আল-আমিন।
সফরের দল থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটাররা হলেন নুর আলম সাদ্দাম, আল-আমিন জুনিয়র, মেহেদী হাসান সুজন ও আজমীর আহমেদ। ইনজুরির কারণে পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ক্যাম্পে যোগ দিতে পারেননি। ঈদের ছুটি শেষে এইচপির অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে ৪ জুলাই। একই দিনে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনও শুরু হবে।
গত ১৩ জুন থেকে মিরপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করছে এইচপি দল। ফিটনেসের পর স্কিল সেশন শুরু হয়। ক্যাম্প পরিচালনা করেন এইচপির কোচ সিমন হেলমট। ঈদের আগেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন কোচ হেলমট। অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। তার সঙ্গে স্থানীয় কোচদের মধ্যে পেস বোলিং কোচ মাহবুব জাকি, ফিল্ডিং কোচ সাইফুল ইসলাম, উইকেটকিপার গোলাম মুর্তজা ছিলেন। গত ২২ জুন ঈদের ছুটির আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।