Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাদের অংশগ্রহণে আজ থেকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:১৭ এএম, ১২ এপ্রিল, ২০১৭

বিশেষ সংবাদদাতা : পর পর ৫টি আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার স্লটই ছিল না ফাঁকা। প্লেয়ার বাই চয়েজ ফর্মুলায় নয়, উন্মুক্ত দল-বদলের মাধ্যমে পছন্দের দল খুঁজে নিতে ক্রিকেটারদের দাবিকে প্রাধান্য দিতে হয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী প্রতিষ্ঠান সিসিডিএমকে। ফলে ২০১৬-১৭ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ মাঠে গড়াতে করতে হয়েছে অপেক্ষা। শ্রীলংকা সফরে তারকা ক্রিকেটাররা থাকায় ২ ধাপে ক্রিকেটারদের দল-বদল অনুষ্ঠান সম্পন্ন করতে হয়েছে সিসিডিএমকে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই আসরটি আজ থেকে গড়াচ্ছে মাঠে। হোম অব ক্রিকেট হিসেবে ২০০৬ সালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে পাওয়ার পর এই প্রথম এই ভেন্যুকে বাদ দিয়েই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আয়োজন করতে হচ্ছে সিসিডিএমকে। আজ উদ্বোধনী দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড খেলবে প্রিমিয়ার ডিভিশনের নবাগত খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমানের রানার্স আপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে মাশরাফি-মুশফিকুরের লিজেন্ডস অব রূপগঞ্জ অবতীর্ন হবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মোর্তজা পাপ্পা কথা দিয়ে ক্লাবগুলোর স্বার্থ করেছেন রক্ষা। ২০ শতাংশ হারে বাড়িয়ে দিয়েছেন অংশগ্রহণকারী ক্লাব সমূহের অনুদান। সাড়ে ৮ লাখ টাকায় উন্নীত হয়েছে তা। বিপিএলের আয়ের ভাগ থেকে ২৫ লাখ টাকা করেও ক্লাবগুলোর জন্য আদায় করেছেন তিনি। বাড়ছে প্রাইজমানিও। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সেরা ব্যাটসম্যান এবং বোলারের জন্য অর্থ পুরস্কারের ঘোষণাও আছে।
আইপিএলে খেলতে সাকিব, মুস্তাফিজ ভারতে অবস্থান করায় এই দুই ক্রিকেটার ছাড়া জাতীয় দলের অন্য সব ক্রিকেটারকে এবার পাচ্ছে প্রিমিয়ার ডিভিশন। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আগামী ২৬ এপ্রিল ঢাকা থেকে ইংল্যান্ডে জাতীয় দলের ক্রিকেটারদের উড়ে যেতে হবে বলে চার রাউন্ডের বেশি খেলতে পারবেন না। রঙীন জার্সি এবং সাদা বলের (কোকাবুরা ) এই আসরের প্রথম পর্ব আগামী ১৮ মে’র মধ্যে সম্পন্ন করতে এবার প্রতিটি রাউন্ডের মাঝে ২দিন ফাঁকা রাখছে সিসিডিএম। বৃষ্টির মওশুমে ক্রিকেট লীগ গড়াচ্ছে বলেই থাকছে রিজার্ভ-ডে। রিজার্ভ ডে-তে গড়াবে যে ম্যাচ, সেই ম্যাচটি শুধু বডিলি শিফট হয়ে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভশনে এবার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অংশগ্রহণে নেই বিধি নিষেধ। উদ্বোধনী ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে পারছেন না তামীম। গত আসরে আবাহনীর শিরোপা জয়ী এই অধিনায়ক আম্পায়ারের সাথে অসদাচারনের অভিযোগে ১ ম্যাচের যে নিষেধাজ্ঞাদেশ পেয়েছেন,তা আজ কার্যকর হচ্ছে। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদন্ডও দিতে হচ্ছে তাকে।
বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন উন্মুক্ত করেছে সিসিডিএম। তবে ম্যাচে ১ জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলতে পারবে না। প্রিমিয়ার ডিভিশনের প্রথম রাউন্ডে আবাহনীতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটার উদয় কাউলকে। আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলবে উদ্বোধনী ম্যাচ। লীগের প্রথম ম্যাচ থেকেই প্রাইম দোলেশ্বর পাচ্ছে ভারতের পুনিত সিংকে। তাদের প্রতিপক্ষ পারটেক্সে দেখা যাবে আর এক ভারতীয় যশপাল সিংকে।ভারতীয় ক্রিকেটার জালাত সাকসেনাকে নিশ্চিত করেও ভিসা প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় ব্রাদার্সের বিপক্ষে আজ প্রথম ম্যাচে বিগ বাজেটের দল লিজেন্ডস অব রূপগঞ্জ পাচ্ছে না। তবে ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ারকে নিয়েই আজ মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন।

কোন ক্লাবে খেলছেন কারা
আবাহনী লিমিটেড : মাহমদুউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকলাইন সজীব, মোহাম্মদ সাইফউদ্দিন, সানজমুল ইসলাম, শুভাগত হোম, কাজী অনিক ইসলাম, সাইফ হাসান, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ মিঠুন, মো. ফুরকান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সুজন হাওলাদার সবুজ, উদয় কাউল (বিদেশি)।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : শাহরিয়ার নাফিস, আব্দুল মজিদ, সৈয়দ খালেদ আহম্মেদ, জাকির আলী অনিক, এনামুল হক, শহীদুল ইসলাম, শরীফউল্লাহ, দেলোয়ার হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, মানিক খান, সাজ্জাদ হোসেন, সাঈদ সরকার, ওয়ালিউল করিম, হাবিবুর রহমান জনি, ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন তান্না ও রাহাতুল ফেরদৌস জাবেদ।
লিজেন্ডস অব রূপগঞ্জ : মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম এজাজ আহমেদ, আসিফ হাসান, হামিদুল ইসলাম, পিনাক ঘোষ, ইয়াসির আলী, দেওয়ান সাব্বির, মাহমুদুল হাসান, মোঃ সায়েম, হাসানুজ্জামান, নাঈম ইসলাম, , মোহাম্মদ শরীফ, মুরাদ খান, মোশাররফ হোসেন রুবেল।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব : সালেহীন রিফাত সাদ, আশিকুজ্জামান, নাসির উদ্দিন ফারুক, ইসলামুল আহসান, মনির হোসেন, মইনুল ইসলাম, মোহাইমিনুল খান, আবু সায়েম চৌধুরী, রুবেল মিয়া, উত্তম সরকার, শফিউল হায়াৎ হৃদয়, রাজ্জাক রাজিব, তৌহিদুল ইসলাম রাসেল, আরাফাত সানি জুনিয়র, ইশরাক সনেট, কামরুল ইসলাম রাব্বি, মাহবুবুল আলম রবিন, মোমিনুল সৌরভ, মজিবুর ও দেলোয়ার হোসেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : তামিম ইকবাল, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি,রকিবুল হাসান, এবাদত হোসেন, সৈকত আলী, অমিত কুমার নয়ন, জুবায়ের হোসেন, অভিষেক মিত্র, এনামুল জুনিয়র, মো: আজিম, সাজেদুল ইসলাম, রনি তালুকদার, শামসুর রহমান, জাবিদ হোসেন, আব্দুর রহমান রনি, রহমত শাহ (বিদেশি)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : সাব্বির রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার, সালমান হোসেন ইমন, জাকির হাসান, আল-আমিন হোসেন, আসিফ আহমেদ রাতুল, নাহিদুল ইসলাম, আরিফুল হক, আল-আমিন জুনিয়র, মেহেদী মারুফ, তাইবুর পারভেজ, নাজমুল অপু, শাহনাজ আহমেদ, রায়হান উদ্দিন ,রবিন, উন্মুক্ত চাঁদ (বিদেশি)।
কলাবাগান ক্রীড়াচক্র : আবুল হাসান রাজু, আলী আহমেদ মানিক, সাইফুল ইসলাম, নাবিল সামাদ চৌধুরী, মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, নুরুজ্জামান, সঞ্জিত সাহা দ্বীপ, জয়রাজ শেখ, সালেহ আহমেদ শাওন, মুক্তার আলী, তাসামুল হক, মেহরাব জুনিয়র, মোসাব্বের হোসেন সান, শাহবাজ চৌহান, নাঈম ,হ্যামিল্টন মাসাকাদজা (বিদেশি)।
গাজী গ্রæপ ক্রিকেটার্স : সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র, নাদিফ চৌধুরী, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, মহিউদ্দিন বেলাল, আলাউদ্দিন বাবু, জহুরুল ইসলাম, এনামুল হক বিজয়, পারভেজ রসুল (বিদেশি)।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব : ইমরুল কায়েস, জিয়াউর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, কে এস শাকিল, মাহমুদুল হক সেতু, ইলিয়াস সানি, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী ইসলাম, আব্দুর রাজ্জাক, তানবির হায়দার, হুমায়ন কবির ও রাজিন সালেহ।
ব্রাদার্স ইউনিয়ন : ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিকী, ধীমান ঘোষ, অলক কাপালি, তাপস ঘোষ,আব্দুল হালিম, মঈন উদ্দিন রুবেল, মাসুম আহমেদ, ওয়াহিদুল আলম, কাজী কামরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আনজুম আহমেদ, নাঈম হাসান, মাইশুকুর রহমান, নিহাদ উজ জামান, রবিউল ইসলাম শিবলু, মিজানুর রহমান, অভিষেক নায়ার (বিদেশি)।
পারটেক্স স্পোর্টিং ক্লাব : মামুন হোসেন, হাফিজ আল হাসান, রাকিন আহমেদ, জুবায়ের আহমেদ, শাহানুর রহমান, জাকারিয়া মাসুদ, ইমরুল করিম, সাজ্জাদুল হক রিপন, গোলাম কবির সোহেল, জনি তালুকদার, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, জুপিটর ঘোষ, এনামুল আহমেদ, রাজীবুল, তারিক আহমেদ রুবেন, মাসুম, সাব্বির আহমেদ,যশপাল সিং (বিদেশি)।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : নাফিস ইকবাল, আরিফুর জামান সাগর, রেজাউল করিম রাজিব, রবিউল ইসলাম রবি, সালাউদ্দিন পাপ্পু, আরিফুল ইসলাম জনি, রাফসান আল মাহমুদ, মেহরাব হোসেন জোসি, ডলার মাহমুদ, আহমেদ সাদেকুর রহমান, অমিত মজুমদার, মঈন খান, নাজমুস সাদাত, নাজিমউদ্দিন ও মাসুম খান টুটুল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ