Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানিরা বিপিএল খেলতে পারবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৬ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা পাকিস্তানি ক্রিকেটাররা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে এর আগে ২ ফেব্রুয়ারি তাদেরকে ফিরে যেতে বলা হয়েছিল।

পিসিবি মঙ্গলবার জানিয়েছে, তবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়দের ২ তারিখেই ফিরে যেতে হবে। কারণ কোয়েটায় ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচে তাদের খেলতে হবে।

আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতানে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই আসরে অংশ নেয়া খেলোয়াড়দের সবাইকে ৮ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে ফিরতে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিপিএলে মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, ইফতিখার আহমদ, নাসিম শাহের মতো পাকিস্তানের শীর্ষ খেলোয়াড় অংশ নিচ্ছেন। সূত্র : জিও নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ