নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ভারতের মাটিতে একমাত্র টেস্ট খেলতে ঢাকা থেকে কোলকাতা হয়ে হায়দারাবাদ পৌঁছেছে বাংলাদেশ দল গতকাল বিকেলে। কোলকাতায় ৩ ঘণ্টার যাত্রা বিরতিতে স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দিয়েছেন হুঙ্কার। আগামী ৯ ফেব্রæয়ারি থেকে অনুষ্ঠেয় হায়দারাবাদ টেস্টে বাংলাদেশ দল ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে বদ্ধপরিকর, তা জানিয়েছেন তিনিÑ‘আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যে ভারতকে সহজে ছেড়ে দেবো না।’ ১৭ বছর প্রতীক্ষার পর ভারতের মাটিতে এই প্রথম বাংলাদেশ পাচ্ছে টেস্ট খেলার সুযোগ। এই ঐতিহাসিক টেস্টে নিজেদের সামর্থের প্রমাণ দিতে চান মুশফিকুর রহিম-‘ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলব। সে কারণেই এটা ঐতিহাসিক টেস্ট। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা দীর্ঘ পরিসরের ম্যাচে ভালো খেলতে পারি।’
বিরাট কোহলীর নেতৃত্বে ভারত এখন টেস্টের নাম্বার ওয়ান দল। তাই বাংলাদেশের জন্য কাজটা মোটেও সহজ হবে না বলে মনে করছেন মুশফিকুর নিজেও-‘ বিরাট কোহলির নেতৃত্বে ভারত টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে। তাই বলতেই হবে আমাদের জন্য এই টেস্ট সহজ হবে না।’ ভারতের বোলিং আক্রমণের দুই প্রধান অস্ত্র অশ্বিন, জাদেজাকে মোকাবেলার জন্য প্রস্তুত বাংলাদেশ, সে ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম-‘তারা (অশ্বিন, জাদেজা) এই মুহূর্তে সেরা স্পিনার। তাদের কন্ডিশনে তাদেরকে মোকাবেলা করা কঠিন। তবে তাদের জন্য কাজটা সহজ নয়। কারণ, তামীম, সাকিব, ইমরুল, মাহামুদুল্লাহর মতো ক্রিকেটার আছেন আমাদের দলে। তারা কোয়ালিটি স্পিনারদেরও বিপক্ষে নিজেদেরকে ইতোমধ্যে প্রমাণ করেছেন।’
কোহলীদের ফিরিয়ে দেয়ার অস্ত্র মজুদ আছে বাংলাদেশ দলে। বাংলাদেশ বোলাররা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছেন মুশফিকুর রহিম-‘শুধু কোহলীই একা নন, পুরো ভারত দলের ব্যাটিং লাইন আপই শক্তিশালী। তাদেও বিপক্ষে ভাল বোলিং করে যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আমরা।’
ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেটে টেস্ট অভিষেকে বিশ্বরেকর্ড করা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ভারতের কন্ডিশনে মুশফিকুরের ট্র্যাম্প কার্ড, তা মনে করিয়ে দিয়েছেন তিনি ভারত মিডিয়াকে-‘সে দলের জন্য সম্পদ। ভারত এবং বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাই বাংলাদেশ দারুণ কিছু দেখাবে বলে আশা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।