Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুশীলন থেকে অ্যাম্বুলেন্সে করে হঠাৎ হাসপাতালে সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম

আগামীকাল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট, চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পিলে চমকানোর মতো দৃশ্য দেখা গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দেখা যায় দলের অনুশীলন ভেঙে হঠাৎ অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়ছেন সাকিব।

সিরিজ শুরুর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ অনুশীলনে আসে বাংলাদেশ। তবে বেশিক্ষণ অনুশীলন করা হয়নি অধিনায়ক সাকিব আল হাসানের। সতীর্থরা যখন গা গরমে ব্যস্ত, তখন অ্যাম্বুলেন্সে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়েন সাকিব। কোথায় যাচ্ছেন সাকিব? জানা গেল, অস্বস্তি লাগায় হাসপাতালে ছুটেছেন টেস্ট দলের এই অধিনায়ক।

জানা গেছে, ৭ নভেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। যদিও পরের এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সাথে অনুশীলনে ব্যথা অনুভব করছেন তিনি। এই জন্যই আরো একবার স্ক্যান করাতে অনুশীলন ছেড়ে হাসপাতালে ছুটেছেন সাকিব। একই কারণে দলের সাথে থাকলেও গতকাল অনুশীলনে যোগ দেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ বিসিবির চিকিৎসা দেবাশিষ চৌধুরীকে সাথে নিয়েই সবার আগে মাঠে এসেছিলেন টেস্ট অধিনায়ক। কিন্তু ব্যাটিং-বোলিং না করেই হঠাৎ হাসপাতালে যান তিনি। তবে কাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ