নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করাচি থেকে লাহোরে এসেও মোহাম্মদ রিজওয়ানের দাপট কমেনি। দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে সিরিজের চার নম্বর হাফ সেঞ্চুরি করেছেন। সফরকারীদের বিপক্ষে পাকিস্তানের ৬ রানের জয়ে ৪৬ বলে করেছেন ৬৩ রান, তাতে ভেঙেছেন আরেকটি রেকর্ড।
দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রিজওয়ান। পাঁচ ম্যাচে তার মোট রান ৩১৫। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে তিনশর বেশি রান করলেন পাকিস্তানি ওপেনার।
রিজওয়ানের কাছে দ্বিপক্ষীয় সিরিজের সর্বোচ্চ রানের রেকর্ড হারিয়েছেন অখ্যাত ব্যাটসম্যান সার্বিয়ার লেসলি ডানবার, বুলগেরিয়ার বিপক্ষে চার ইনিংসে তিনি করেন ২৮৪ রান।
এই বছর বুলগেরিয়ার মাঠে ওই রেকর্ড গড়েছিলেন ডানবার। তার আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের দখলে, ৫ ইনিংসে করেছিলেন ২৫৫ রান।
চলতি মাস সেপ্টেম্বরে সাতটি হাফ সেঞ্চুরি করা রিজওয়ানের হাতে এই সিরিজের আরও দুটি ম্যাচ বাকি। কোথায় গিয়ে তিনি থামেন, এখন সেটাই দেখার অপেক্ষা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।