Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইচ্ছে সমেত

কবিতা

ফজলুল হক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

বেশতো ! তবে ফোটাও নাহয় ফুল, লুটাও অমিয় জোৎস্না। তোমার ইচ্ছের অধরে ফুটুক রক্তপলাশ। উঠোন জুড়ে প্লাবনে প্লাবনে হোক জোৎস্না জোয়ার।

ইচ্ছেরা বড়ই বেয়াড়া তোমার।
কখনো উদাস হাওয়া, কখনো কখনো বেদুইন মেঘ। ইচ্ছেগুলো বড় হতে, হতে, আকাশ ছুঁতে চায়।
পলাশের রঙ, কাঠগোলাপের মনোহরা দেহবল্লরি, কার্তিকের শুভ্র শেফালী,
আনুভূমিক মাদকতায় জাগ্রত করে নিস্পৃহ বোধ। ইচ্ছেরা তখন বুঝি উড়াল পাখি হয় ! তোমার ইচ্ছেগুলো ইচ্ছে করেই অবাধ্য হয়।
বোধের সমান্তরালে হেটে চলে বোধ।
প্রেমাংশুর ক্যানভাসে ধুলোজমা বিবর্ণ চিত্রকল্প, ধুসর আকাশে তবু ফোটাও গোলাপ মঞ্জরি।
নিমগ্ন রাতের কোলে ইচ্ছেরা জ্বেলে দেয় সন্ধ্যাতারার দীপ।
নক্ষত্র খচিত আকাশ হাসে ইচ্ছের হাসি। বেশতো !
তবে আনো অনিন্দ্য দুপুর, অবারিত প্রেম। ইচ্ছেরা নেমে আসুক নীলপরীর ডানায়।
নীলাঞ্জনা ইচ্ছেরা হয়ে যাক কবিতার পংক্তিমালা।

 

লতা কাহিনী
উত্তম কুমার দাস
ফোড়ন ওঠার ঝাঁজ দেইখা
লতা মুচকি হাসে.....
পরানের পোলার জিভের
স্বাদ গ্যাছে... তাই লতা
আজ সাধ বদল করব.....
স্বাদ থেকে সাধ...
জিভ থাইকা একদম মনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা
আরও পড়ুন