Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত গতিতে ফিফটি তুলে আউট হলেন তামিম ইকবাল,বাংলাদেশ ৮০/২ (১৪ ওভার)

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ২:৩০ পিএম

ওপেনিং এ নেমে প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলেও বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তামিম ইকবালকে।সমালোচকদের ভাষ্য,ওই রান তিনি ৮৮ বলের জায়গায় ৬৮ বলে করতে পারলে প্রথম ম্যাচে বাংলাদেশের দলগত স্কোর আরো বড় হতে পারত।

তবে আজ দ্বিতীয় ওয়ানাডেতে তামিম সেই সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন তামিম ইকবাল।শুরু থেকেই চড়াও হয়েছেন জিম্বাবুয়ের বোলারদের উপর।নতুন বলে শুরু করা স্বাগতিকদের দুই পেসার ইভান্স ও নাইয়োচিকে পিটিয়েছেন সমানতালে।১০ চার ১ ছক্কায় শয়ের বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং পাওয়ারপ্লেতেই তুলে নিয়েছেন ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে বাংলাদেশের ১৪ ওভারেই তুলেছে ৮০ রান। লিটনের বদলে ওপেনিং এ নামা এনামুল ২৫ বলে ২০ রান করে রান আউট হয়ে সদ্যই সাজঘরে ফিরেছেন।ক্রিজে এখন আছেন দুই নতুন ব্যাটসম্যান-নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

এর আগে দ্রুত গতিতে ফিফটি তোলা তামিম চাকাভার করা ১১ তম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন।তবে তার ৪৫ বলে ৫০ রানের ইনিংসটি নিশ্চিতভাবে টাইগারদের বড় স্কোর দাঁড় করানোর কাজটি সহজ করে দিয়েছে।


এর আগে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজকের ম্যাচে বাংলাদেশ ফের টসে হেরে ব্যাটিংয়ে নামে।বাংলাদেশ একাদশে আনা হয়েছে দুটো পরিবর্তন। লিটন দাসের বদলে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, আর পেসার মুস্তাফিজের বদলে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ