Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাশায় বিশ্বকাপ শেষ রোমান-দিয়াদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ৭:৩৩ পিএম

হতাশা দিয়েই আরচ্যারি বিশ্বকাপ স্টেজ-৩ এর খেলা শেষ করলেন বাংলাদেশের রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। দলগত ইভেন্টের পর এবার রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টগুলো থেকেও ছিটকে পড়লেন লাল-সবুজের আরচ্যাররা। শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এলিমিনেশন রাউন্ডের দ্বিতীয় ধাপে শুরুটা ভালো করেছিলেন রোমান। দেশের এই তারকা আরচ্যার ৭-৩ সেট পয়েন্টে জিতেন ইতালির প্রতিযোগীর বিপক্ষে। কিন্তু প্রি-কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি ৬-২ সেট পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার উহ জিন হাইকের কাছে। এলিমিনেশন রাউন্ডের দ্বিতীয় ধাপেই ৭-১ সেট পয়েন্টের হারে বিদায় ঘণ্টা বাজে মো. সাগর ইসলামের। বাংলাদেশের আরেক প্রতিযোগী মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এই ধাপ ৬-৪ ব্যবধানে পেরুলেও রোমানের মতো প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে হেরে যান ৭-৩ সেট পয়েন্টে। রিকার্ভ মহিলা এককেও এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টে যুক্তরাষ্ট্রের মুচিনো ফের্নান্দেস জেনিফারকে হারানোর পর ডেনমার্কের প্রতিযোগীর কাছে একই ব্যবধানে হেরে ছিটকে যান। ব্যর্থ মিশন শেষে সোমবার ঢাকায় ফিরবে বাংলাদেশ জাতীয় আরচ্যারি দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ