Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আউটের পর ড্রেসিং রুমের দরজায় লাথি মারলেন মাহমুদ্ল্লউহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৩:০৮ পিএম | আপডেট : ৫:৫০ পিএম, ৯ এপ্রিল, ২০২২

আবারো বিতর্ক জন্ম দিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদ্ল্লউহ রিয়াদ। শনিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যাচ মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচেই আউট হয়ে ড্রেসিং রুমের দরজায় লাথি মেরে বিতর্ক জন্ম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে ফেরার পথে ড্রেসিং রুমের দরজায় লাথি মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ সময় মাঠকর্মীদের ওপর নিজের রাগ ছাড়েন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

ইনিংসের ৩৭তম ওভারে এনামুল হক জুনিয়ের খাটো লেংথ ডেলিভারিতে পরাস্ত হলেন ফিফটির কাছাকাছি থাকা মাহমুদউল্লাহ। উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসবন্দি হয়ে ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীদের দিকে ব্যাট উঁচিয়ে কিছু একটা বলতে দেখা যায় তাকে। সে সময় রাগে ফুঁসতে থাকা মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে লাথি মেরে।


মূলত মিরপুরের উইকেটে অনেকটা স্লো থাকায় ম্যাচের শুরু থেকে বল প্রায়ই নিচু হয়ে আসছিল। এতে ভালোই সুবিধা নিয়েছেন রূপগঞ্জের বোলাররা। এমনকি মাহমুদউল্লাহ যে বলটিতে আউট হয়েছেন, এনামুল হক জুনিয়রের সেই বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন।

৫২ বল খেলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানের ইনিংসটি সাজান মাহমুদউল্লাহ। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা ১১.৫ ওভার বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে গেছে মোহামেডান। তাদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে মাহমুদউল্লাহ ব্যাট থেকেই। রূপগঞ্জের হয়ে পাঁচ উইকেট নেন এনামুল।

ম্যাচটি ডিপিএলের সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে মোহামেডানকে জিততে হবে। আজকের ম্যাচের আগে ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে তারা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ