Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বাবরকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে জয়ের নায়ক ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৯:১৫ এএম | আপডেট : ৯:২২ এএম, ৬ এপ্রিল, ২০২২

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ছিল দুই দলের ক্যাপ্টেনের লড়াই! উত্তেজনার ম্যাচে বাবরকে ছাপিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের অ‍্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই দলের প্রথম দেখায় ৩ উইকেটে জিতেছে সফরকারী অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে লাহোরে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেয়া ১৬২ লক্ষ্য ছাড়িয়ে গেলে বিশ্ব চ‍্যাম্পিয়নরা ৫ বল বাকি থাকতে।

দুই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক দুই অধিনায়ক। পাকিস্তানের হয়ে ৪৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রান করেন বাবর। ৪৫ বলে ফিঞ্চের ব‍্যাট থেকে ৬ চারে আসে ৫৫ রান। ম্যাচের সেরাও তিনিই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাবর আজমের সর্বোচ্চ ৬৬ রানের ওপর ভর করে আট উইকেটে ১৬২ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান। বল হাতে শুরুতে খরুচে বোলিং করা এলিস শেষ পর্যন্ত ২৮ রানে নেন ৪ উইকেট। জবাবে রান তাড়ায় উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন ফিঞ্চ একাই দলের পক্ষে করেন সর্বোচ্চ ৫৫ রান। শেষ দিকে ম‍্যাকডারমট তিন চারে ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।

২৪ বছরের মধ‍্যে প্রথমবারের মতো পাকিস্তান সফর জয় দিয়েই শেষ করল অস্ট্রেলিয়া। ১-০ তে তিন ম‍্যাচের টেস্ট সিরিজ জেতার পর তারা ২-১ ব‍্যবধানে হেরেছিল ওয়ানডে সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ