নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু চারজাতি ফিজিক্যাল চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারতকে গুড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ভারতীয়দের।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে ভারত। জবাবে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে মাঠে নেমে স্বাগতিকরা ১১.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে জয় স্পর্শ করে। রান তাড়ায় নেমে বাংলাদেশ অধিনায়ক সমিত ও কাজলের শুরুটা হয় দারুণ। মূল কাজটি করেন কাজল। ৩৭ বলে ৬২ রান করেন এই ওপেনার। তবে ম্যাচটা শেষ করে আসতে পারেননি তিনি। ৯৯ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়ে যখন কাজল আউট হন তখন বাংলাদেশ ছিল জয়ের বন্দরের খুব কাছে। কাজলের বিদায়ের পর ক্রিজে আসেন জাভেদ। সমিত অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অবিচল। দু’জনে ম্যাচ শেষ করে আসলে ৯ উইকেটের বিশাল জয় পেয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।