নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটের ফাইনালে উঠেছে ২ ও ৪ নম্বর ওয়ার্ড। গতকাল গোলাপবাগ মাঠে সকাল সাড়ে ৯টায় ১ম সেমিফাইনালে ৩৩ নম্বর ওয়ার্ডকে ৬৫ রানে হারায় ২ নম্বর ওয়ার্ড। প্রথমে ব্যাট করতে নেমে আলাউদ্দীন মনার ৫০ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে ২ নম্বর ওয়ার্ড। জবাবে সব উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রানেই থমকে যায় ৩৩ নম্বর ওয়ার্ড। বল হাতেও ২ উইকেট তুলে ম্যাচ সেরা হয় অলরাউন্ডার আলাউদ্দীন।
একই মাঠে দুপুর ১টায় হওয়া দ্বিতীয় সেমিফাইনালে ৬৪ নম্বর ওয়ার্ডকে ১৫ রানে হারায় ৪ নম্বর ওয়ার্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪১ রান করে ৪ নম্বর ওয়ার্ড। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করেও ৬ উইকেট হারিয়ে ১২৬ রানেই থমকে যায় ৬৪ নম্বর ওয়ার্ডের ইনিংস। ম্যাচ সেরা হন বিজয়ী দলের সিয়াম। এই গোলাপবাগেই আগামীকাল সকাল ১১টায় হবে দু’দলের শিরোপা লড়াই।
ঐদিন বিকেল ৪ টায় কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবলের ফাইনালে অংশ নেবে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড। পরে এবারকার আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।